EIIN : 104807; School Code : 4030

সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়

SAHABDINAGAR HIGH SCHOOL

অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২৫এর ফলাফল প্রকাশ সংক্রান্ত।

এত দ্বারা ষষ্ঠ হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধ বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল অদ্য সকাল ১০টায় প্রকাশ করা হলো। উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঠ উন্নতির বিবরণী শ্রেণি শিক্ষক হতে সংগ্রহ কর‍তে বলা হলো। অনুত্তীর্ণ অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের  অভিভাবকসহ আগামী ৩১/৭/২০২৫ ইং তারিখে সকাল ১০ টায়  এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অভিভাবকসহ আগামী ৩/৮/২০২৫ ইং তারিখে সকাল ১০  টায় উপস্থিত হয়ে পাঠোন্নতির বিবরণী সংগ্রহ করে প্রধান শিক্ষক এর কার্য্যালয়ে যোগাযোগ  করতে নির্দেশ দেওয়া হলো।